Tuesday, December 30, 2014

ধোনির টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করল ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড

ধোনির টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করল ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড2005 সালে টেস্ট অভিষেক হয় 33 বছর বয়সী ইন্ডিয়ান ক্রিকেটার মাহেন্দ্র সিং ধোনির। কিন্তু অস্ট্রেলিয়ার সঙ্গে তৃতীয় টেস্ট ড্র এর পর ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড তাকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়।


একটি বিবৃতিতে জানানো হয় তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ৫০ ওভার ও ২০ ওভার ক্রিকেটে অতিরিক্ত মনযোগী হওয়ার জন্য।

তার পরিবর্তে চতুর্থ ও শেষ টেস্টের জন্য অধিনায়ক হিসেবে বিরাট কোহলি নাম ঘোষণা করা হয়।

বিসিসিআই সম্পাদক সঞ্জয় প্যাটেল 90 টেস্ট ম্যাচ নেতৃত্ব দেয়া অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিকে স্বাগত জানিয়েছেন।

তিনি বলেন, " ভারত এর সর্বশ্রেষ্ঠ টেস্ট অধিনায়ক  মহেন্দ্র সিং ধোনি টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন, যার নেতৃত্বে ভারত টেস্ট র্যাংকিংয়ে এক নম্বর দল হয়ে ওঠে।"

"মহেন্দ্র সিং ধোনি ৫০ ওভার ও ২০ ওভার ক্রিকেট এ মনোযোগ দিতে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।"

"মহেন্দ্র সিং ধোনির  টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার সিদ্ধান্তকে সম্মান জানায় বিসিসিআই,
তার টেস্ট ক্রিকেটে অবদান এর জন্য তাকে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড এর অনেক ধন্যবাদ শুভেচ্ছা।"



No comments:

Post a Comment